২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষাকে সামনে রেখে সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ জানিয়েছেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। তার আগের বছর অংশ নিয়েছিল ২৪টি বিশ্ববিদ্যালয়। তবে পাঁচটি বিশ্ববিদ্যালয় সরে গিয়ে আলাদা ভর্তি পরীক্ষা নেয়। এবার আবারও অধিকাংশ বিশ্ববিদ্যালয় গুচ্ছভিত্তিক ভর্তি প্রক্রিয়ায় যোগ দিতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইউজিসি চেয়ারম্যান। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে চ্যালেঞ্জ আসবেই। চ্যালেঞ্জ সবাই মিলে মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। বিষয়টি নিয়ে কিছুটা কাজ হয়েছে। যিনি আহবায়ক (কনভেনার) আছেন, তিনি গুচ্ছ পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে যাবেন। সব বিশ্ববিদ্যালয় ও ইউজিসি মিলে পরিস্থিতি...