মেয়েদের ক্রিকেটের সর্বোচ্চ আসর নারী ওয়ানডে বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে টাইগ্রেসরা ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান জাতীয় নারী দলকে। চোখ ধাঁধানো বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার।টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। শুরু থেকেই বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বোলিংয়ে কাঁপতে থাকা পাকিস্তান ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রান করে অলআউট হয়। জবাবে ওপেনার রুবাইয়া হায়দারের অপরাজিত ৫৪ রানে ভর করে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত (১৩১ রান) করে বাংলাদেশ। গত ৩০ সেপ্টেম্বর ভারতের মাটিতে শুরু হয়েছে মেয়েদের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৮টি দল। রাজনৈতিক কারণে এবারের আসরে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করে হচ্ছে। বাকি...