শুরুটা ছিল স্বপ্নের মতো। দুই ওপেনার তানজিদ হাসান আর পারভেজ হোসেন ইমন ঝড় তুলেছিলেন শারজাহতে। প্রথম ১১ ওভারে বিনা উইকেটে আসে ১০৯ রান। মনে হচ্ছিল, ১৫২ রানের লক্ষ্য ছুঁতে খুব একটা কষ্ট হবে না বাংলাদেশ দলের। কিন্তু ওপেনারদের বিদায়ের পর যেন ভেঙে পড়ে গোটা ইনিংস। মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ছয় ব্যাটার, শেষ পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটি বাংলাদেশ হেরেই যাবে। তবে শেষ পর্যন্ত রিশাদ আর নুুরুলের ব্যাটে চড়ে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ।১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান—টি-টোয়েন্টি ক্রিকেটে এমন অবস্থায় থাকা দল সাধারণত চোখ বন্ধ করেই ম্যাচ জিতে যায়। হাতে তখনও ৫১ বল, দরকার মাত্র ৪৩ রান। কিন্তু এখানেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ দেখিয়ে দিল কীভাবে সহজ জয়ও মুহূর্তেই ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে পারে। আফগান...