আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগলেও, নুরুল হাসান সোহানের ১৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।এ জয়েই টাইগাররা সিরিজে ১-০তে এগিয়ে গেল। আলো ঝলমলে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সুযোগ পায় আফগানিস্তান। শুরুটা ছিল শান্ত, কিন্তু প্রথম কয়েক ওভারে টাইগার বোলারদের আগুনঝরা স্পেলে আফগান ওপেনাররা কাঁপতে থাকে। নাসুম আহমেদ ও তানজিম সাকিবের বোলিংয়ে মাত্র ৩১ রানের মধ্যে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান (১৫) ও সেদিকুল্লাহ অটল (১০)। এরপর দলের কিছুটা ধারাবাহিকতা বজায় রাখলেও বাকিদের ব্যর্থতায় ৭৩ রানের মধ্যে আফগানরা হারায় ৫ উইকেট। তবুও রহমানুল্লাহ গুরবাজের ৩১ বলে ৪০ রানের ইনিংস দলকে কিছুটা ভরসা দেয়। ৯৫ রানে আউট...