চেহারার অলঙ্কার হাসি। হাসি মানুষের অন্তরের সৌন্দর্য ও প্রশান্তির প্রতিফলন। হাসি অনেক সময় গভীর দুঃখ-কষ্টকে হালকা করে তোলে, মনের অশান্তি দূর করে, হৃদয়কে প্রফুল্ল করে। গবেষণায় প্রমাণিত, পরিমিত হাসি দেহ-মনের জন্য উপকারী এবং মানুষের মানসিক চাপ কমাতে অসাধারণ ভূমিকা রাখে। প্রতিটি সভ্য সমাজেই হাসি ইতিবাচক সম্পর্ক গড়ার অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়। আর সবচেয়ে প্রেরণাদায়ক কথা হলো, পরিমিত ও মুচকি হাসাও ইবাদদের অন্তর্ভুক্ত। মানুষের দৈনন্দিন জীবনে হাসির গুরুত্ব অপরিসীম। পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ পর্যন্ত হাসি বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন রচনা করে। অপরিচিত কারও সঙ্গেও যদি হাসিমুখে সাক্ষাৎ করা যায়, তবে সহজেই হৃদ্যতা গড়ে ওঠে। অন্যদিকে গোমড়া মুখ, বিরূপ চেহারা কিংবা কঠোর ব্যবহার দূরত্ব ও বিভাজন তৈরি করে। ইসলামে হাসির বিষয়টিকে এক অনন্য সৌন্দর্য হিসেবে চিত্রিত করা হয়েছে।...