মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বল হাতে মারুফা আক্তার-নাহিদা আক্তারদের আগুনে স্পেলে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানের ব্যাটিংয়ে শুরুতেই ধস নামান মারুফা, ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন, ঘুমের আগেও চিন্তা করতেন কিভাবে ম্যাচসেরা হওয়া যাবে। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগ্রেস। পরে সংবাদ সম্মেলনে আসেন মারুফ। বলেছেন, ‘প্রথম থেকেই আমার চিন্তা ছিল উইকেট টু উইকেট বোলিং করতে হবে। আমার বলে অনেক সুইং ছিল, কিন্তু আমি লেন্থ এবং লাইন ঠিক রেখেছিলাম। জ্যোতি আপু বলেছিলেন, আমাকে বল নিয়ন্ত্রণ করতে। আমার উপরে কোন চাপ ছিল না।...