হেসে খেলে জয় পাওয়ার সুযোগ ছিল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে জবাবটাও ছিল দারুণ। কিন্তু হঠাৎই পথ হারিয়ে স্রেফ এলোমেলো বাংলাদেশ। আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান ঝড়ে ৯ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের। এমন একটি অবস্থা তৈরি হয়েছিল, যেখানে ১৫১ রান তাড়া করে জয় পাওয়াটকে মনে হচ্ছিল দূর আকাশের তারা। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ু স্থির রেখে, নিজেদের সামর্থে বিশ্বাস রেখে অনায়েস জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৫১ রান করে আফগানিস্তান। বাংলাদেশ ৮ বল আগে লক্ষ্যে পৌঁছে যায়। এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং যুতসই হয়নি। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মূল নজর ছিল ব্যাটিংয়ে। তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন যেভাবে শুরু করেছিলেন তাতে আশা বাড়ছিল বাংলাদেশের৷ এই বুঝি নিজেদের দেওয়া কথা রাখতে...