ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার সংবাদমাধ্যমের সম্পাদক, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞের মতামত নেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। ইসি বলছে, সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টেলিভিশন চ্যালেন এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ হবে। পরের দিন নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে ইসি। গত ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘সংলাপ পর্ব’ শুরু করে ইসি। এ ধারাবাহিকতায় পূজার ছুটির পরে আবার বসছে কমিশন। সংলাপে আমন্ত্রিতদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সবার প্রত্যশা।...