০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলেছে, দীর্ঘদিনের ভারত ও চীন নির্ভর পররাষ্ট্রনীতি থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে। দলটি মনে করে, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে কৌশলগতভাবে আরো শক্তিশালী অবস্থানে নিতে হলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠতা অপরিহার্য। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ওয়াশিংটন টাইমস-কে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এ মন্তব্য করেন। তারা বলেন, এক দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের পর বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করতে চলেছে। এই সময়ে পররাষ্ট্রনীতিতে বৈচিত্র্য আনার পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া জরুরি। মির্জা আলমগীর বলেন, ‘আমাদের একটি পররাষ্ট্রনীতি আছে যেখানে আমরা সকলের...