০৩ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম জাতীয় ইমাম পরিষদের উদ্যোগে কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ইমাম পরিষদের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশের উল্লেখযোগ্য মসজিদ সমূহের ইমাম-খতিব ও শীর্ষ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। আলোচনা সভায় তারা বলেন, আদর্শ সমাজ ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অপরিহার্য। দেশ ও দেশের জনগণের কল্যাণে ইমাম সমাজ যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা খুবই প্রশংসনীয়। ইমাম ও খতিবগণ জুমুআর খুতবায় যেমনিভাবে নামাজ, রোজা, হজ ও জাকাত সম্পর্কে আলোচনা করেন, তেমনিভাবে সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি সামাজিক অপরাধ সম্পর্কেও জনগণকে সচেতন করে তুলেন। ইমামগণ ধর্মীয় ও নৈতিক বিষয়ে নির্দেশনা দেন, সমাজে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে কোরআন-হাদিসের...