০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম মধুমাসসহ মৌসুমী ফলের সময় পার করেও দেশের আমের রাজধানী রাজশাহী অঞ্চলের অনেক এলাকার মতো বরিশালেও এখন গাছে থোকায় থোকায় ঝুলছে আঁশবিহীন রসালো সুমিষ্ট আম ‘কাটিমন’। বাজারেও প্রায় প্রতিটি ফলের দোকানেই এখন সুমিষ্ট কাটিমন আম বিক্রি হচ্ছে। মৌসুমী আমের চেয়ে দাম একটু বেশি হলেও ‘কাটিমন’ নামের বারোমাসী এ আমের চাহিদা রয়েছে বলে দোকানীরা জানিয়েছেন। ফলের মূল মৌসুমে খোলাবাজারে যেখানে এবার ৪০ টাকা কেজি দরেও সাধারণ মানুষ এক কেজি আম কিনতে পেরেছেন, সেখানে এখন মৌসুম ছাড়িয়ে কাটিমন আম ২শ’ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষকরা মাঠ পর্যায়ে এ আম দেড়শ’ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন। ফলে ভাল দাম পেয়ে তারাও খুশি। বরিশাল কৃষি অঞ্চলে সদ্যসমাপ্ত ফল...