০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম এবারো অপেক্ষার পালা শেষ হলোনা নেইমারের। ইনজুরির কারনে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি তার। ২০২৬ বিশ্বকাপের চুড়ান্ত পর্বে জায়গা করে নেয়ার পর এবার দলের প্রস্তুতিতে মনোনিবেশ করছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই লক্ষ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ। দলে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। এই মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফরে করবে ব্রাজিল। আগামী ১০ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এর তিন দিন পর জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ দুটির জন্য বুধবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। লিভারপুলের সবশেষ ম্যাচে চোট পাওয়া প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন নেই দলে। চোটের জন্য নেই বার্সেলোনার তারকা...