০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম রংপুর এখন আর ‘মঙ্গাপীড়িত’ এলাকা নয়। তিস্তা-ঘাঘট, ব্রহ্মপুত্র, যমুনেশ্বরী-করতোয়া নদীবিধৌত রংপুরে কার্তিক ও চৈত্র মাসে এখন আর ‘মঙ্গা’ দেখা যায় না; মানুষ না খেয়ে থাকে না। তবে কর্মসংস্থান না হওয়ায় বেকারত্ব বাড়ছে। শিক্ষিত ছেলেমেয়েরা পরিবারের বোঝা হওয়ার উপক্রম হয়েছে। উত্তরাঞ্চলের এ বিভাগের শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়ের হাটবাজারগুলোয় ঝলমল উন্নতি হয়েছে। মানুষ আর আধা-কিলোটিার পথও হাঁটেন না। রিকশা-অটোরিকশায় চলাচল করেন। সরেজমিন ঘুরে এবং নাগরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালে সিটি করপোরেশন হওয়ার পর এক যুগের বিভাগীয় শহর রংপুরের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই জেলার সড়ক, রেল ও নদীপথে যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়ন হলেও কর্মসংস্থান সৃষ্টি হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া ও সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে পিছিয়েছে। শহরে...