০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানিতে ক্রমে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ। মার্কিন পাল্টা শুল্ক কাঠামোতে চীন এবং অন্য রফতানিকারক প্রতিযোগী দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। অপরদিকে, দেশটিতে অবস্থান হারাচ্ছে প্রধান রফতানিকারক দেশ চীন। আর তাই চীনের হারানো অবস্থানে হিস্যা বাড়াচ্ছে বাংলাদেশ। মোট রফতানি আয়, রফতানির পরিমাণ ও পণ্যমূল্য-সব বিবেচনায় চীনের অবস্থান দুর্বল হচ্ছে। বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশ। অবশ্য অর্থমূল্যের পরিমাণে চীনের রফতানি এখনও বাংলাদেশের দ্বিগুণেরও বেশি। মার্কিন পাল্টা শুল্ক কাঠামোতে চীন আগামীতে যুক্তরাষ্ট্রের বাজার হারাচ্ছে। আর চীনা হিস্যা বেশ ভালোভাবেই বাংলাদেশ বুঝে নেবে বলে আশা করছেন রফতানিকারক উদ্যোক্তারা। মার্কিন নতুন শুল্ক কাঠামোয় চীনা পণ্যের শুল্ক ১৪৫ শতাংশের মতো। অবশ্য প্রকৃত শুল্ক কত, তা এখনও কোনো পক্ষ থেকে...