০৩ অক্টোবর ২০২৫, ১২:১৪ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৪ এএম প্রশ্ন : পাঞ্জেগানা মসজিদ হতে ২০০ গজ দূরে স্পিকারের মাধ্যমে এত্তেছাল বা কাতারবন্দি ছাড়া নামাজ পড়লে নামাজ হবে কি? উত্তর : হবে না। জামাতে নামাজের জন্য ইত্তেছাল বা সংলগ্নতা জরুরী। অনেক সময় মক্কার হারাম শরীফে মূল জামাতের সাথে সংলগ্ন না থেকেও দূর দূরান্তে সড়কে ও মার্কেটে দাঁড়িয়ে জামাতে শরীক হতে দেখা যায়। এ বিষয়ে আলেম উলামাগণ সতর্ক করে থাকেন। হারাম শরীফের ক্ষেত্রে এ বিষয়ে কোনো ছাড় থাকলে থাকতেও পারে। তবে, সাধারণ মাসআলা অনুযায়ী সংলগ্ন না হলে, মাঝখান দিয়ে লোক যাতায়াত করতে থাকলে কিংবা গাড়ি ঘোড়া চলার সড়ক থাকলে এত বিচ্ছিন্ন লোকেরা হারাম শরীফের মূল জামাতের শরীক হিসাবে গন্য হবে না। সাধারণ মসজিদ, মাহফিল বা অন্য জামাতে তো নয়ই।...