০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম উচ্চ মূল্যের ফ্যাশনেবল পোশাক তৈরিতে পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়ার বাজারে রফতানি বাড়াতে পারছে না বাংলাদেশ। শুধু তাই নয়, দেশটিতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা ও বাণিজ্য সম্প্রসারণে বড় বাধা। অস্ট্রেলিয়ার সিডনীতে দুদিনব্যাপী ট্রেড শো’র দ্বিতীয় দিনে বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। জানা গেছে, অস্ট্রেলিয়ায় তৈরি পোশাকের বাজার প্রায় ২২ বিলিয়ন ডলারের। তবে দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি এক বিলিয়ন ডলারের কম। দেশটির ব্যবসায়ীরা বলছেন, শতাধিক সবুজ কারখানার দেশ হওয়ায় বাংলাদেশি পণ্যের সম্ভবনা আছে অস্ট্রেলিয়ার বাজারে।স্পারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের ব্যাপক সম্ভবনা আছে। পরিবেশবান্ধব পোশাক শিল্প গড়ে তুলতে কাজ করছেন তারা। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুসফিকুর রহমান জানান, কেবল তৈরি পোশাক নয় অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য...