বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় বাগেরহাটে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত মোংলা সমুদ্র বন্দরে দেখানোর পরও বন্দরে মালামাল ওঠা-নামার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এদিকে, সমুদ্র উত্তাল হওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া শত শত ট্রলার প্রায় শুন্য হাতে ঘাটে ফিরছে। মা ইলিশ সংরক্ষণের জন্য সরকার আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। জেলেরা নিরাপদ আশ্রয়ে আসতে বাধ্য হচ্ছেন। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত চলমান থাকবে। এর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। সাগর থেকে ফিরে আসা জেলারা জানান, এক সপ্তাহ আগে তারা সাগরে রওনা হয়েছেন। প্রথম দুই-তিন দিন জাল ফেলতে পারলেও হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় নিরাপত্তার জন্য ফিরে আসতে হয়েছে। শরণখোলা সমুদ্রগামী...