জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নী জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন বলেন,"আমাদের এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। এই দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কোন শব্দ নেই। আমরা সবাই মানুষ এটাই বড় পরিচয়। আমাদের দেশে মুসলমানদের যেসব নাগরিক অধিকার আছে, হিন্দুদেরও একই অধিকার আছে।" বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বাউফল পৌর শহরের সর্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ি এবং সাড়ে ৮টার দিকে বগা বাজারের হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি আরো বলেন, "হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ আমাকে জানিয়েছেন যে, এ বছর তারা সবচেয়ে শান্তিতে পূজা উদযাপন করেছেন এবং দেশের কোথাও মন্দিরে বা প্রতিমা...