অনেকেরই অভ্যাস আছে বসে থাকা অবস্থায় বা ঘুমানোর সময় অজান্তেই বারবার পা নাড়ানোর। কেউ কেউ এটিকে স্বাভাবিক মনে করলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এটি একটি শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় রেস্টলেস লেগ সিনড্রোম (Restless Leg Syndrome বা RLS)। এটি একটি স্নায়ুবিক সমস্যা, যেখানে রোগীর পা অনবরত নড়াচড়ার প্রবণতা দেখা দেয়। বিশেষ করে রাতে বা বিশ্রামের সময় এ সমস্যা বেশি হয়। পায়ে অস্বস্তি, ঝিঁঝিঁ ধরা, অদ্ভুত অনুভূতি অথবা টান পড়ার মতো মনে হওয়ায় পা নাড়িয়ে স্বস্তি পেতে চান অনেকেই। বিশেষজ্ঞদের মতে, রেস্টলেস লেগ সিনড্রোম হওয়ার সম্ভাব্য কারণগুলো হলো— এই সমস্যায় ভুগলে ঘুমের ব্যাঘাত ঘটে, দিনের বেলায় ক্লান্তি ও অবসাদ বেড়ে যায়। সময়মতো চিকিৎসা না নিলে এটি দীর্ঘস্থায়ী অনিদ্রা...