দুর্বলতা, অনিয়ম ও তারল্য সংকটে জর্জরিত দেশের পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংকে রূপান্তরিত হচ্ছে। এটি হবে দেশের প্রথম সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক, যার নাম হতে পারে “ইউনাইটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।” বাংলাদেশ ব্যাংক জানায়, রাষ্ট্রীয় মালিকানায় আসায় নতুন এ ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফিরবে এবং তারল্য সংকটও কমে আসবে। তবে বিশ্লেষকদের মতে, আস্থা ফেরাতে হলে শুধু নাম পরিবর্তন নয়, ব্যাংকে পর্যাপ্ত তারল্য নিশ্চিত করা ও খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এই ৫টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে, যখন রাষ্ট্রের মালিকানায় আসবে, সাধারণ মানুষের মধ্যে একটি বিশ্বাস সৃষ্টি হবে যে এই দুর্বল একীভূত ব্যাংকের মালিকানা এখন রাষ্ট্রের হাতে। রাষ্ট্রের কাছে আমার আমানত সুরক্ষিত থাকবে।’ বিশ্লেষকরা বলছেন, পাঁচটি ইসলামী ব্যাংক...