১৫২ রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই রান ১০৯। এরপর ম্যাচে আর বাকী থাকে কী! কিন্তু বাংলাদেশ আর রাশিদ খান দেখিয়ে দিলেন ক্রিকেট নাটকের কত রঙ। জাদুর ঝাঁপি মেলে ধরলেন রাশিদ। আতঙ্কের ছবি ফুটিয়ে তুলল বাংলাদেশ। অনায়াস জয়ের পথ থেকে অবিশ্বাস্য হারের মোড়ে পৌঁছে শেষ পর্যন্ত জিততে পারল তারা রোমাঞ্চ ছড়িয়ে। শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ। জয়টি হতে পারত আরও অনেক বড় ব্যবধানের। বাংলাদেশের বোলাররা আফগানদের আটকে রাখে ১৫১ রানে। এরপর তানজিদ হাসান ও পারভেজ হোসেন ১০৯ রানের জুটি গড়েন কেবল ৭১ বলে। কিন্তু দুই ওভারে চার শিকার ধরে ম্যাচের চিত্র বদলে দেন রাশিদ। ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও শূন্য রানে জীবন...