মানিকগঞ্জের ঘিওর থানার ভেতরে মোটরসাইকেল রাখতে নিষেধ করায় এক নারী পুলিশ সদস্যসহ দুইজনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু ও ঘিওর উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাউসারসহ তার অনুসারীদের বিরুদ্ধে।বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী থানা পুলিশের সদস্যদের লাঞ্ছিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যার দিকে থানার ভেতরে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী খন্দকার আকবর হোসেন বাবুল ও ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাউসারের নেতৃত্বে একটি মোটরসাইকেলের বহর থানার ভেতরে ঢুকে এবং থানার ভেতরে মোটরসাইকেল রাখতে চায়। এ...