উত্তরপশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলাকে সন্ত্রাসী ঘটনা বলেই ঘোষণা করেছে পুলিশ। হামলায় অন্তত ২ জন নিহত হয়। এই মৃত্যুর ঘটনার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, দেশে বাড়তে থাকা ইহুদিবিদ্বেষ পরাভূত করতেই হবে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ উত্তর ম্যানচেস্টারের ক্রাম্পসলে হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগে লোকজনের ওপর গাড়ি তুলে দেওয়া ও একজনের ছুরিকাহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে সন্দেহভাজন একজনকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তারা গুলি ছুড়লে ওই ব্যক্তিও নিহত হন। হামলার ঘটনায় নিরাপত্তারক্ষীসহ ৫ জন আহতও হয়েছে। অন্য আরও তিনজনের অবস্থা গুরুতর। নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের বাইরে সন্ত্রাস-বিরোধী পুলিশের সহকারী কমিশনার লরেন্স টেলর বলেন, এই হামলার ঘটনাকে সরকারিভাবে সন্ত্রাসী হামলা হিসাবে ঘোষণা করা হয়েছে। তদন্তের আওতায় দুইজন গ্রেপ্তার হয়েছে। হামলার ঘটনা তদন্তে গ্রেটার...