যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন বীজ গম ও তুলার মতো কৃষিজাত পণ্যের আমদানি বাড়ছে। এর পাশাপাশি জ্বালানি, লৌহজাতপণ্য, যন্ত্রাংশ ওষুধ আমদানি হচ্ছে আগের মতোই। উড়োজাহাজ ও সামরিক সরঞ্জামাদিও আমদানি হচ্ছে। মূলত পাল্টা শুল্কের শর্ত পূরণ ও বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে। এর আগে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমিয়ে আনতে গত জুলাই মাসে দেশটি থেকে আমদানি বাড়ানোর অঙ্গীকার করেছিলেন ব্যবসায়ীরা। প্রায় দুই মাসের মাথায় ব্যবসায়ীদের অঙ্গীকারের আমদানি পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে সয়াবিন বীজের একটি জাহাজ এসে পৌঁছেছে। ‘এমভি ইয়াংসি ইমপ্রেশন’ নামের জাহাজটি থেকে এখন চট্টগ্রাম বন্দরে সয়াবিন বীজ খালাস হচ্ছে। আগামী মাসে বন্দরে পৌঁছবে আরও দুটি জাহাজ। অর্থাৎ এখন থেকে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের পণ্য নিয়ে জাহাজ বন্দরে ভিড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।উল্লেখ্য, গত ৩১ জুলাই বাংলাদেশের রপ্তানি...