গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ত্যাগ অস্বীকার করার অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠন জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস’ অ্যালায়েন্স (জেআরজেএ)। সংগঠনের সদস্য সচিব ইসরাফিল ফরাজী এক বিবৃতিতে জানান, বাগছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ‘জুলাইয়ে যখন আমরা লড়াই করেছি তখন কোনো মিডিয়া আমাদের পক্ষে ছিল না’। এর প্রতিবাদে বিবৃতিতে বলা হয়, ‘তিনি ঢালাওভাবে এই বক্তব্য দিয়ে গণ-অভ্যুত্থানে শহিদ সাংবাদিকদের রক্তের সঙ্গে বেঈমানি করেছেন। তার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে গণ-অভ্যুত্থানের সাংবাদিক সংগঠন জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস' অ্যালায়েন্স-জেআরজেএ।’ বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি শহিদ হয়েছেন সাংবাদিকরা। অথচ বাগছাসের কোনো নেতার রক্ত ঝরেনি ওই সময়ে। শত শত সাংবাদিকের ত্যাগের বিনিময়ে অর্জিত এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বাগছাস। জেআরজেএ হুঁশিয়ারি দিয়েছে, আগামী...