ইসলামের প্রথম যুগে মদপান হারাম ছিল না। হারাম করা হয় দ্বিতীয় হিজরিতে। তৎকালীন আরব সমাজে মদ ছিল অত্যন্ত জনপ্রিয় পানীয়। সামাজিক অনুষ্ঠান, বাণিজ্যিক সমাবেশ, এমনকি ব্যক্তিগত আড্ডাতেও মদ ছিল অপরিহার্য উপাদান। মদের নেশায় তারা গান গাইত, কবিতা আবৃত্তি করত এবং নিজেদের আনন্দ-উল্লাসে মত্ত রাখত। অথচ এর ভেতরে লুকিয়ে ছিল ভয়াবহ ধ্বংসযজ্ঞ। পারিবারিক বন্ধন নষ্ট হতো, বিবাদ সৃষ্টি হতো, নৈতিকতা ভেঙে পড়ত। মদের কারণে মানুষ বিবেক হারিয়ে ফেলত, অপরাধে জড়িয়ে যেত। সমাজের প্রতিটি স্তরে মদের কুফল ছড়িয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ যদি ইসলাম মদকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিত, তবে মানুষ তা মেনে নিতে পারত না। কারণ বহু শতাব্দীর অভ্যাসকে মুহূর্তেই ত্যাগ করা কঠিন। তাই ইসলাম যে পদ্ধতি বেছে নিয়েছিল, তা এক কথায় অসাধারণ। প্রথমে সূক্ষ্মভাবে মদের কুফল সম্পর্কে বর্ণনা করা হয়েছে।...