শারজাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিততে বাংলাদেশের লক্ষ্যটা ছিল ১৫২ রানের। উদ্বোধনী জুটিতে এলো ১০৯ রান। পারভেজ হোসেন ইমন ৫৪ করে ফিরলে জুটি ভাঙে। চার বলের মধ্যে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসানও (৫১)। তবে এরপর যেন রশিদ-নূরে ভূত দেখে বসলো জাকের-শামিমরা। এক ওভারেই জাকের-শামিমকে ফেরান রশিদ। সাইফ ০, জাকের ৬, শামিম ০, তানজিম ০! দলীয় ১১৮ রানে ৬ উইকেট নেই। শেষ ৩ ওভারে বাংলাদেশের দরকার ২৭ রান। ক্রিজে ছিলেন নুরুল হাসান ও রিশাদ হোসেন। শেষ ২ ওভারে দরকার হয় ১৬। আজমতউল্লার করা ১৯তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে ছক্কা হাঁকান নুরুল হাসান।...