দখলদার ইসরাইল ফিলিস্তিনের গাজায় একদিকে নির্বিচারে গণহত্যা ও জাতিগত নিধন চালাচ্ছে, অন্যদিকে ক্ষুধার্ত ও আহতদের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে। খাদ্য, পানি ও ওষুধের ঘাটতিতে অবরুদ্ধ গাজাবাসীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এটিকে স্পষ্টভাবে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে মানবাধিকার সংস্থাগুলো। এরই মধ্যে ৪৫টির বেশি দেশের আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের ৪৪টি জাহাজের একটি বিশাল নৌবহর খাদ্যসহায়তা ও জরুরি ওষুধ নিয়ে গাজাভিমুখে রওনা হয়। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই বহরের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছে। এই আন্তর্জাতিক নৌবহরের লক্ষ্য হলো গাজা উপত্যকায় তেলআবিবের আরোপিত প্রায় সর্বাত্মক অবরোধ ভাঙা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অন্যতম অভিযাত্রী ছিলেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। এতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহীদুল আলম। এছাড়া ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লরেন আখতার। তিনি...