পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের শতাধিক রানের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের পথেই ছুটছিল বাংলাদেশ। তবে রশিদ খান ধস নামান বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে টিম টাইগার্স। পরে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। জয়ে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল টিম টাইগার্স। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৫১ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে নেমে ৮ বল হাতে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। রানতাড়ায় নেমে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১০৯ রান তোলেন ইমন ও তানজিদ। ফিফটি করেছেন দুজনে। ১০৯ রানে জুটি ভাঙেন ফরিদ আহমেদ। ৪টি চার ও ৩...