বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটে সুযোগ দেওয়ার দাবি নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি। কেন হয়নি, তা শুধু বিগত সরকার জানে। বর্তমানে প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বিদেশে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা কোনো কোনো হিসাব অনুযায়ী ১৪ থেকে ১৫ মিলিয়ন। প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত আইনি কাঠামো থাকলেও, বাস্তব প্রয়োগ দীর্ঘদিন ধরে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। প্রবাসীরা দীর্ঘদিন ধরে বলছেন, রেমিট্যান্স ও বিনিয়োগের মাধ্যমে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু তার স্বীকৃতি মিলছে না। এবার রাজনৈতিক পটপরিবর্তনের পর যে পরিবর্তনের আশ্বাস দেওয়া হচ্ছে, এরই অংশ হিসেবে ভোট দিতে পারবেন বলে প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। প্রবাসীদের একটি অংশ ও বিশ্লেষকরা বলছেন, এবারও প্রবাসীদের ভোট নেওয়ার প্রক্রিয়াটি ঠিক সহজ নয়। এতে নিবন্ধন, যাচাই-বাছাই, ডাকযোগে ব্যালট পেপার পাঠানো এবং...