নরক দুয়ার বা হেল ডোর, শরীরে কাঁটা দেওয়ার মতো এক নাম। প্রায় ৫৪ বছর ধরে ২৪ ঘণ্টা জ¦লছে তুর্কমেনিস্তানের ‘দারভাজা’ নামের একটি এলাকায়। এই স্থানটি পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। ‘নরক দুয়ার’ নামের বিশাল এ গর্ত ২ বছর আগে বন্ধের সরকারি নির্দেশ দেওয়া হলেও, এখন পর্যন্ত সেটি বন্ধ করার রাস্তা বিজ্ঞানীরা খুঁজে পাননি। বিশাল গোলাকার এক গর্ত। দাউ দাউ জ¦লছে আগুন। মনে হয়, এমন গর্ত দিয়েই বুঝি প্রবেশ করতে হয় নরকে। সেখানে ভিড় জমায় পর্যটকরা। ‘নরকের দুয়ার’ খ্যাত এ জায়গাটি তুর্কমেনিস্তানের রাজধানী থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তরে। ২০১০ সালে গর্তের আগুন নেভানোর নির্দেশ দেয় দেশটির তখনকার প্রেসিডেন্ট বেরদিমুখামেদভ। ২০২২ সালে আবার স্থানটি চিরদিনের জন্য বন্ধের নির্দেশ দেন বেরদিমুখামেদভ। স্থানীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমরা অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি।...