ক্রোম অ্যাপে ঢুকে কোনো ওয়েবপেজ বা ছবিতে গেলে ব্যবহারকারীকে নিচের ডানদিকে থাকা তিনটি ডটে চাপতে হবে। এরপর যে পপ-আপ আসবে সেখান থেকে ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ নির্বাচন করতে হবে। বিকল্পভাবে এড্রেস বারে থাকা ‘লেন্স’ আইকন থেকেও এই ফিচার চালু করা যায়। একবার সক্রিয় হলে স্ক্রিনে আঙুল দিয়ে যেকোনো অংশ নির্বাচন করলেই গুগলের এআই টুল জেমিনাই প্রাথমিক তথ্য দেখাবে। এই তথ্যের পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে বাড়তি প্রশ্ন করে আরও বিস্তারিত জানতে পারবেন। উদাহরণ হিসেবে, কোনো ওয়েবসাইটে থাকা ডুরিয়ান ফলের ছবি সার্কেল টু সার্চে দিলে কেবল ফলটির তথ্যই নয়, সেই ফল দিয়ে তৈরি সেরা রেসিপিগুলো সম্পর্কেও...