ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে বলেছেন, দেশের পরিস্থিতি এবং কতিপয় নামধারী বুদ্ধিজীবীর কথাবার্তার দিনদিন অবনতি হচ্ছে। জুলাই সনদের আইনি কোন ভিত্তি না থাকায় জুলাই অভ্যুত্থানকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে তিনি মন্তব্য করেন।আরও পড়ুনআরও পড়ুনখনিজ বালি লুট ঠেকাতে জাদুকাটার চরে মানববন্ধনমাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, এদেশে বিভিন্ন মহল বিভিন্ন সময়ে চেতনার ব্যবসা করে দেশকে গোল্লায় নিয়ে গেছে। যা শাসকদের স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জুলাই বিপ্লব নিয়ে কোন ধরনের চেতনা ব্যবসা এদেশের মানুষ মেনে নিবে না। অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জুলাইয়ের সঠিক ইতিহাস লেখার জন্য তিনি আহ্বান জানান। তিনি...