০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বিচ্ছিন্নতাবাদি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা। তারা সেখানে মেতে উঠেছে রক্তের হোলি খেলায়। নির্বিচারে চলছে চাঁদাবাজি। গত এক বছরে তারা অন্তত সাড়ে তিনশ’ কোটি টাকা চাঁদা আদায় করেছে। আর ১৬ বছরে ২৭৮টি অপহরণের ঘটনায় ৩৩২ জনকে মুক্তিপণের জন্য জিম্মি করা হয়েছে। একই সময়ে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ২৬ বার বন্দুক যুদ্ধে জড়িয়েছে। এসময় নিহত হয়েছে ১৬ জন। আর নিজেদের মধ্যে গুলি বিনিময়ের ৯৬টি ঘটনায় লাশ পড়েছে ২৮ জনের। আঞ্চলিক আন্তঃদলীয় সংঘাতের ঘটনা রের্কড হয়েছে ৮৯টি, যাতে প্রাণ গেছে ১২৪ জনের। সর্বশেষ গত রোববার খাগড়াছড়ির গুঁইমারায় তাদের গুলিতে মারা গেছেন তিনজন, আহত হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাসহ ২০ জন। আইন-শৃঙ্খলা...