০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম প্রাকৃতিক সৌন্দর্য আরেক নাম মৌলভীবাজার জেলা, টানা ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল। আঁকা বাঁকা পথে সারি-সারি চা বাগানে পর্যটকদের মন কাড়ছে সবুজের সমরোহে। সেই সঙ্গে নীল আকাশে হাল্কা রুদের তাপ অপরদিকে দখিনা বাতাসে যেন দেহ মন শীতল করা পরিবেশ। প্রকৃতির এই অরূপ শ্রীমঙ্গলের যেদিকে তাকানো যায় সেদিকেই যেনো সবুজের হাতছানি। লম্বা ছুটিতে এবারও পর্যটকরা পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন এই জেলায়। মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যটন স্পটে ঢল নামতে শুরু করে পর্যটকদের। টানা ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠে চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল। এখানে সারি-সারি চা বাগান উঁচু নিচু পাহাড়ি টিলা তার উপরে যেন শিল্পীর আকাঁ...