০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, দুঃখজনক ও নিন্দনীয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ব্যবহারের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা। গতকাল সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনা যখন ঘটে তখনো এনসিপির ওই দুই নেতা ঘটনাস্থলে এসে পৌঁছাননি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে গতকাল সকাল ৯টায় ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। একই সময় এনসিপির...