০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ইলিশের প্রজনন নিরাপদ করতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ নিষেধাজ্ঞা ৩ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। চাঁদপুরের উপকূলীয় এলাকাগুলোতে চালানো হয়েছে ব্যাপক সচেতনতামূলক প্রচারণাও। চাঁদপুর জেলা মৎস্য দফতরের তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত জেলে রয়েছেন প্রায় ৪৩ হাজার। নিষেধাজ্ঞার সময় এসব জেলেকে ৪০ কেজি করে চাল সহায়তা হিসেবে দেওয়া হবে, যা আগামী এক সপ্তাহের মধ্যে বিতরণ শুরু হবে। এই সময়কালে পদ্মা-মেঘনার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নদীপথকে ‘ইলিশের অভয়াশ্রম’ ঘোষণা করা হয়েছে।...