০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ‘মানব পাচার মামলা’য় সাজার হার মাত্র ১ শতাংশ। আর ৯৯ শতাংশ আসামিই বেকসুর খালাস পেয়ে যাচ্ছে। এ জন্য আইনি দুর্বলতা, দুর্বল তদন্ত, ভুল ধারা প্রয়োগ, রাজনৈতিক প্রভাব, প্রভাবশালী আসামিপক্ষের চাপে আদালতের বাইরে আপোস-মীমাংসা করাসহ বিভিন্ন কারণকে চিহ্নিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন ও আইনমন্ত্রণালয় সূত্র জানায়, মানব পাচারের ঘটনা দিনকে দিন বাড়ছে। সে অনুযায়ী এ সংক্রান্ত অপরাধের বিচার হচ্ছে না। শাস্তিও পাচ্ছে না পাচারের সঙ্গে জড়িত অপরাধী চক্র। বিশ্লেষকদের মতে,শাস্তি না পাওয়াই হচ্ছে মানব পাচার বেড়ে যাওয়ার বড় কারণ। তবে মানব পাচারের শাস্তি ভয়াবহ হলেও বিচার না হওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় কাতারে। এ বিষয়ে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে এক ধরণের চাপেও রয়েছে। এ প্রেক্ষাপটে ২০২০ সালের...