০৩ অক্টোবর ২০২৫, ১২:১৭ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৭ এএম ইংল্যান্ডের ম্যানচেস্টারে বৃহস্পতিবার একটি ইহুদি উপাসনালয়ের বাইরে গাড়ি তুলে দেওয়া ও ছুরিকাঘাতের ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এক্সে জানিয়েছে, ‘অপরাধী বলে ধারণা করা এক ব্যক্তিকে জিএমপির সশস্ত্র পুলিশ সদস্যরা গুলি করেছেন। ওই ব্যক্তিও নিহত হন বলে ধারণা করা হচ্ছে।’ তবে তার দেহে সন্দেহজনক বস্তু থাকার কারণে মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল উপস্থিত ছিল। আহত তিনজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ম্যানচেস্টারের এই হামলার পর দেশজুড়ে ইহুদি উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ডেনমার্কে ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি যুক্তরাজ্যে ফিরে আসার প্রস্তুতিকালে বলেন, ‘আমরা ইতোমধ্যেই অতিরিক্ত পুলিশ...