০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম মিসরের শক্তিমান কুস্তিগীর আশরাফ মাহরুস দাঁত দিয়ে টেনে ধরলেন ৭০০ টন ওজনের জাহাজ। শনিবার লোহিত সাগরের হুরগাদা পর্যটনকেন্দ্রে এই অসাধারণ কীর্তি গড়েন তিনি। ৪৪ বছর বয়সী আশরাফ এখানেই থামেননি, বরং আরো দুটি জাহাজ বেঁধে টানেন। ফলে মোট ওজন দাঁড়ায় প্রায় ১১৫০ টন। তিনি জানান, নিজের আগের রেকর্ড (২০১৮ সালে ৬১৪ টন ওজনের জাহাজ টানা) ভাঙতে এবং নতুন বিশ্বরেকর্ড গড়তে তিনি গিনেস বুক অফ রেকর্ডসে আবেদন করবেন। ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ১৫৫ কেজি ওজনের এই কুস্তিগীর জানান, তিনি প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা দুই ধাপে কঠোর অনুশীলন করেন। কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেন না; প্রোটিনসমৃদ্ধ ডিম, মুরগি ও মাছই তার প্রধান খাবার।এ বছরের মার্চে তিনি দাঁত দিয়ে ২৭৯ টন...