০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম পাকিস্তানকে গুড়িয়েই নারী ওয়ানডে বিশ্বকাপে শুরু করলো বাংলাদেশ। বাংলাদেশের হয়ে অভিষেকেই ‘ঝলক’ দেখালেন টপ অর্ডার ব্যাটার রাবেয়া হায়দার ঝিলিক। তার অভিষেক হাফসেঞ্চুরি এবং স্বর্ণা আক্তার, মারুফা আক্তার ও নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আগে ব্যাট করে ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ঝিলিকের হার না মানা হাফসেঞ্চুরিতে ৩১.১ ওভারে ৩ উইকেটে ১৩১ রান করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই বাংলাদেশি পেসার মারুফা আক্তারের জোড়া ধাক্কায় হতভম্ব হয়ে পড়ে পাকিস্তান। ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে...