০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম আশ্বিন মাসের শেষার্ধে, শরতের শেষ প্রান্তে এসে গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর দ্বিমুখী প্রভাবে গতকাল বৃহস্পতিবার প্রায় সারা দেশে হালকা থেকে মাঝারি বর্ষণ, বজ্র-বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপটি গতকাল সন্ধ্যায় দক্ষিণ ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলের মাঝামাঝি এলাকা অতিক্রম করেছে। গত দুদিনের আশ্বিনা বৃষ্টিপাতে খরতাপ কেটে গিয়ে ফল-ফসলি জমিতে পানির সঙ্কট পরিপূরণ হয়েছে। ফল-ফসল, প্রকৃতি ও পরিবেশ হয়েছে সতেজ সিক্ত। ভূগর্ভস্থ পানির কিছুটা হলেও পুনর্ভরণ হয়েছে। গেল সেপ্টেম্বর মাসের খরতপ্ত আবহাওয়ায় সারা দেশে স্বাভাবিকের চেয়ে গড়ে ২১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। আর তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে (দিন-রাত) ঊর্ধ্বে। এদিকে গতকাল সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা...