প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. নাজিম উদ্দিন তাদের ৫দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরবর্তীতে উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক দুইদিন রিমান্ডের আদেশ দেন। পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের মালামাল চুরির অভিযোগে গত মঙ্গলবার বাড্ডা থানায় মামলা করেন পুলিশ সদস্য ইমতিয়াজ মাহমুদ। ওইদিন রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় অভিযোগ করা হয়, গত সোমবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এসআই মোবাসশীরের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য বাড্ডার পূর্ব মেরুলে শ্রী শ্রী মহাদেব আশ্রম ও নিমতলীর কালী মন্দিরের পাশে দায়িত্ব পালন করছিলেন। পুলিশের অন্য দল পূজামণ্ডপের উত্তর-পশ্চিমে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন। সেখানে তাদের অস্ত্র, গোলাবারুদ ও অন্য জিনিসপত্র ছিল।...