লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড, মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে। জানা যায়, দুজন পর্যটক রিসোর্টের পাশে থাকা মাতামুহুরী নদীতে গোসল করার জন্য নামে। এ সময় পানির স্রোতে মো. সোহান নামে পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা মো. শাকিল নামে আরেকজন সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হয়। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে। ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, লামা ফায়ার সার্ভিস দল ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করে দিয়েছে।...