ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় বুধবার (১ অক্টোবর) এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট কার্যক্রম বিশ্বব্যাপী একটি জটিল ও চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এ জন্য ফ্রান্সসহ বিভিন্ন দেশের অভিজ্ঞতা খতিয়ে দেখা হচ্ছে। অনলাইন ভোটিং এখনও নিরাপদ ও গ্রহণযোগ্য না হওয়ায় আপাতত পোস্টাল ব্যালটকে বেছে নেওয়া হয়েছে। তিনি জানান, পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা কমিশনের কাছে ব্যালটের আবেদন করতে পারবেন। সেই ব্যালট পাঠানো ও ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে ট্র্যাক করা যাবে। বিদেশ থেকে পাঠানো ভোটপত্র সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর...