নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করল বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে মাত্র ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। শুরুতেই পেসার মারুফা আক্তারের আগুনে বোলিংয়ে চাপে পড়ে যায় তারা। ইনিংসের প্রথম ওভারেই উমাইমা সোহেল ও সিদরা আমিনকে পরপর দুই বলে বোল্ড করে গোল্ডেন ডাক উপহার দেন মারুফা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট নেন। মারুফা ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। ফাহিমা খাতুন ও রাবেয়া খানও নেন গুরুত্বপূর্ণ উইকেট। জবাবে রান তাড়ায় শুরুতে কিছুটা বিপদে পড়লেও ম্যাচ বের করে আনেন ব্যাটার রুবাইয়া হায়দার। ইনিংসের মূল ভরসা হয়ে...