এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) থেকে সাড়ে ৭ কোটি ডলার ঋণ পাচ্ছে সিটি ব্যাংক। এর মধ্যে এআইআইবি দিচ্ছে ৫ কোটি ও এনডিবি দিচ্ছে আড়াই কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯১৩ কোটি ৬৫ লাখ টাকা। দেশের বেসরকারি খাতের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, যোগাযোগ, প্রযুক্তি ও পরিবেশবান্ধব প্রকল্পে এই অর্থ কাজে লাগানো হবে। বেইজিংয়ে এআইআইবির প্রধান কার্যালয়ে গত ৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত চুক্তি হয়েছে বলে বৃহস্পতিবার সিটি ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ঋণ অনুমোদনের বিষয়টি গত ১ এপ্রিল নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে এনডিবি। সেখানে বলা হয়, এআইআইবির সঙ্গে যৌথভাবে তারা সিটি ব্যাংককে বিনিয়োগ করছে। বাংলাদেশে বেসরকারি পর্যায়ে এটিই প্রথম অর্থায়ন ব্যাংক দুটির। ঋণ অনুমোদনের পাঁচ মাস পর সিটি ব্যাংকের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর...