বয়স ৯৩ বছর হল, তবে বাহান্নর স্মৃতি এখনও ঝকঝকে আহমদ রফিকের মনে; বাঙালির বড় এই অর্জনের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। ঠিক ৭১ বছর আগে পাকিস্তান আমলে ভাষার অধিকার প্রতিষ্ঠায় যখন প্রাণবাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তিনি। ভাষা আন্দোলনের ৭১ বছর পূর্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে বাহান্নর স্মৃতির বেদিতে যেন হাঁটলেন নবতিপর আহমদ রফিক। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল বাঙালি, তার পথ ধরে ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে স্বাধীনতা। তবে একটি বিষয় নিয়ে এখনও আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন ভাষাসংগ্রামী আহমদ রফিক; তা হল সর্বস্তরে বাংলা ভাষা চালু না হওয়া। তিনি বলেন, ভাষা সংগ্রামীদের তিনটি স্লোগান ছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দিদের মুক্তি চাই এবং সর্বস্তরে বাংলা...