পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. ফোরকান আহম্মেদ জিসান ছাত্রশিবির থেকে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ তথ্য জানান। ছাত্রদলে যোগ দেওয়া মো. ফোরকান আহম্মেদ জিসান কালবেলাকে জানান, এক বছর আগে তাকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তার ছাত্রশিবিরের রাজনীতি এবং আদর্শ ভালো লাগেনি তাই তিনি পদত্যাগ করে সদিচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দেন। তিনি বলেন, ‘আমার সবসময়ই বিএনপি পছন্দ ছিল এবং শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালো লাগতো। তাই আমি ছাত্রশিবিরের রাজনীতি ছেড়ে ছাত্রদলে এসেছি। ইনশাআল্লাহ আমি আমৃত্যু এই দলের সঙ্গে থাকব। অন্য কোন দলে যাবো না।’ যোগদানের বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দুর্জয় রুবেল...