ইসরায়েল জানিয়েছে, তাদের নৌবাহিনী গাজার উদ্দেশ্যে যাওয়া একটি ফিলিস্তিনপন্থী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছে এবং বেশিরভাগ নৌযানকে গাজায় পৌঁছতে বাধা দিয়েছে। তবে মিকেনো নামের একটি জাহাজ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।মিকেনো নৌযানটি নৌ অবরোধ ভেদ করে ফিলিস্তিনি জলসীমায় গাজার উপকূলের কাছাকাছি পৌঁছেছিল বলে লাইভ ট্রাকার থেকে জানা গেছে। এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সেটি সেখানে থেমেছিল।২০০৯ সালে গাজার জলসীমায় ইসরায়েলের নৌ অবরোধ জারি হওয়ার পর এটাই প্রথমবার কোনো অনুমোদনহীন মানবিক ত্রাণ মিশন ৭০ নটিক্যাল মাইল দূরত্বের মধ্যে গাজা উপকূলের এত কাছে পৌঁছল।ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ‘উসকানিমূলক বহরের একটি শেষ নৌযান এখনো দূরে অবস্থান করছে।’বিবৃতিতে বলা হয়, ‘এটি যদি এগিয়ে আসে, তাহলে এর সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ ভাঙার চেষ্টা প্রতিহত করা হবে।’৪০টির বেশি বেসামরিক নৌযান নিয়ে গঠিত...